ঢাকা: বর্তমান রাজনৈতিক সংকট ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচির অনুমতি না পেলে উচ্চ আদালতে রিট করবেন বলে হুঁশিয়ারি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সাম্প্রতিক বিষয় নিয়ে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি জানান।
মাহমুদুর রহমান বলেন, নাগরিক ঐক্য, গণফোরাম, জেএসডি, সিপিডি ও বাসদ শনিবার (৩১ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান কর্মসূচির অনুমতি চেয়েছে ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন) কাছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দেখবো। এরপর অনুমতি না দিলে উচ্চ আদালতে রিট করা হবে।
এসময় তিনি ক্ষোভ প্রকাশ করেন বলেন, সংকট ও সহিংসতার বিরুদ্ধে কথা বলতে অনুমতি নিতে হবে কেন? নাগরিক ঐক্যসহ এসব দলের নেতারা জঙ্গিও না যুদ্ধাপরাধীও না যে বিশৃংখলা সৃষ্টি করবে।
প্রশাসনের সব জায়গায় নির্লজ্জ দলবাজি করা হচ্ছে বলে অভিযোগ মান্নার।
২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নিয়ে সরকার ও বিরোধীদলের উদাসীনতায় হতাশা প্রকাশ করে মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে কারও কোনো মাথাব্যথা নেই।
প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন সহিংসতা রোধে সবকিছু করতে। একবারও পরীক্ষার্থীদের বিষয়ে নির্দেশনা দিলেন না।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার সময়সূচি পেছানো হবে না বলে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা ও বর্তমান পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেন মাহমুদুর রহমান।
সহিংস আন্দোলনে বিরোধীদলের সমালোচনা করে তিনি বলেন, সংকট একেবারে শেষ পর্যায়ে। যেখানে বিশ্ব ইজতেমা, জানাযা, পরীক্ষাও রেহাই পাচ্ছে না। আন্দোলনের নামে পুড়িয়ে মানুষ হত্যা কেউ সমর্থন করে না।
পেট্রোল সন্ত্রাসের রাজনীতি পরিহার করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সরকারকে সংলাপের উদ্যোগ নিতে হবে জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় মিথ্যাচার ও সন্ত্রাস চালিয়ে বর্তমানের এ সংকট তৈরি করা হয়েছে।
তিনি বলেন, সরকার বলে সংলাপ হবে না। তাহলে সংকটের সমাধান কীভাবে হবে। এরশাদবিরোধী আন্দোলন, পার্বত্য চুক্তি সব তো সংলাপের মাধ্যমে হয়েছে।
সমঝোতা ছাড়া সংকট উত্তরণের কোনো পথ নেই বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫