ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লালমনিরহাটে আ’লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
লালমনিরহাটে আ’লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৪

লালমনিরহাট: লালমনিরহাটে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে  ধাওয়া-পাল্টা ধাওয়ায় চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহন্দ্রেনগর এলাকায় এ ঘটনা ঘটে।



আহতদের মধ্যে সদর উপজেলার মহেন্দ্রনগর কাজিচওড়া এলাকার আওয়ামী লীগের কর্মী আব্দুস সালাম (৩৭) ও বিএনপি কর্মী নুরুজামানের (৪২) নাম জানা গেছে। তারা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ বাংলানিউজকে জানায়, আওয়ামী লীগের কর্মী আব্দুস সালাম সকালে মোটরসাইকেল নিয়ে মহেন্দ্রনগর বাজার যান। এসময় বিএনপি কর্মীরা মোটরসাইকেলটি ভাঙচুর করে আব্দুস সালামকে মারধর করেন।

খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা সালামকে উদ্ধার করতে এলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে নুরুজামানসহ বিএনপির তিন কর্মী ও আব্দুস সালাম আহত হন।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কল) আদিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।