ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংলাপের কথা বলে অপকর্ম ঢাকার চেষ্টা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
সংলাপের কথা বলে অপকর্ম ঢাকার চেষ্টা চলছে মাহবুব-উল আলম হানিফ

ঢাকা: কিছু কিছু বুদ্ধিজীবী সংলাপের দাবি জানিয়ে বিএনপি-জামায়াতের অপকর্ম ঢাকা ও অবরোধের বিরুদ্ধে না দাঁড়িয়ে রাজনৈতিক ফায়দার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।



বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু সৈনিক লীগ।

তিনি বলেন, স্বাধীনতা ও দেশের উন্নয়নের পক্ষের লোকদের সঙ্গেই সংলাপ হতে পারে। আপনারা সংলাপের কথা বলেন, কার সঙ্গে সংলাপ? কী নিয়ে সংলাপ? আজ জাতি দুই ভাগে বিভক্ত। বিএনপি জামায়‍াতকে নিয়ে চলছে, তাদের সঙ্গে কী সংলাপ করবেন?

তিনি বলেন, যেসব বুদ্ধিজীবীরা সংলাপের কথা বলেন, আপনারা সংলাপের কথা বলে বিএনপি-জামায়াতের অপকর্ম ঢাকার চেষ্টা করছেন। সংলাপ করতে পারি, আগে চিহ্নিত করুন কারা স্বাধীনতা পক্ষে ও দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। তাদের সঙ্গে সংলাপ হতে পারে।

এসময় তিনি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ‘বাংলাদেশ এর চেয়ে ভয়াবহ অবস্থায় ছিল না’, এমন বক্তব্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদের ‘জাতীয় সরকার’ গঠনের পরামর্শের কঠোর সমালোচনা করেন।

হানিফ বলেন, এরা জ্ঞানপাপী। এই সমস্ত জ্ঞানপাপীরা খুনিদের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেন। আপনারা কথা বলার সময় বা পরামর্শ দেওয়ার সময় নিজেকে আয়নায় দেখবেন, আর পেছনের দিকে তাকাবেন। তাহলে সঠিক পরামর্শ আসবে।

এমাজউদ্দিন আহমদের উদ্দেশে তিনি বলেন, আমার ভাবতে লজ্জা হয়, আপনার মতো একজন লোক যে বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, আমি সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম।

বিএনপি চেয়ারপারসনকে অবরোধের নামে হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানান আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদক।

সমাবেশে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেন, আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং নয়। প্রয়োজন হলে শেখ হাসিনার নেতৃত্বে আবারও অস্ত্র হাতে নেব। তবুও এদেশের মানুষের নিরাপত্তা বিঘিœত হতে দেব না।

বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, ঢাকা মহানগরের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।