ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোরে বিএনপি-জামায়াতের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
যশোরে বিএনপি-জামায়াতের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

যশোর: যশোরে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে বাস পোড়ানো ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জেলা বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন।



যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি) ইনামুল হক বাংলানিউজকে জানান, বুধবার (২৮ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে যশোর উপ-শহর এলাকায় পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক দুইটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।