যশোর: যশোরে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে বাস পোড়ানো ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জেলা বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) ইনামুল হক বাংলানিউজকে জানান, বুধবার (২৮ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে যশোর উপ-শহর এলাকায় পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক দুইটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫।