ঢাকা: কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ঘুমন্ত চালক ও হেলপারকে পুড়িয়ে মারতে দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুরে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জের নোদ্দা এলাকায় অভিযান চালিয়ে হামলার সঙ্গে সরাসরি জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ফজল মিয়া ওরফে সজল (২২), খায়রুল ইসলাম ওরফে সিলটি খায়রুল (২৬) ও শওকত ইসলাম (২৫)।
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ছাত্রদলের যুগ্ম আহবায়ক পাভেল ঘটনাস্থলে উপস্থিত থেকে এ হামলার নির্দেশ দেন।
পাভেলকে গ্রেফতারের পর ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িত কেউ ভাড়াটে হামলাকারী নয়। এরা স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত।
গ্রেফতার ফজল মিয়া ওরফে সজল সাংবাদিকদের জানান, পাভেল ভাইয়ের নির্দেশে আমরা গাড়িতে পেট্রোলবোমা হামলা করি। ঘটনাস্থলে উপস্থিত থেকে তিন আমাদের হামলার নির্দেশ দেন।
গত ২০ জানুয়ারি দক্ষিণ কেরাণীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে পেট্রোলবোমা হামলা চালানো হয়। এসময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক ও তার সহযোগী দগ্ধ হন।
** রাজধানীতে বাসে আগুন
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫