ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজশাহী বিভাগে শনিবার থেকে ৩৬ ঘণ্টার হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, জানুয়ারি ৩০, ২০১৫
রাজশাহী বিভাগে শনিবার থেকে ৩৬ ঘণ্টার হরতাল

রাজশাহী: জামায়াত নেতা নুরুল ইসলাম শাহীb ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার ঘটনার  প্রতিবাদে রাজশাহী বিভাগে ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে শনিবার (৩১ জানুয়ারি)।

চলমান অবরোধের পাশপাশি শনিবার সকাল ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় এ হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে মহানগর জামায়াতের পক্ষ থেকে।



বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সংবাদমাধ্যমকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। শুক্রবার দুপুরে অভিন্ন এক বিবৃতিতে বিষয়টি ফের জানানো হয়।

বিবৃতিতে বগুড়া জোনের পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন, রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, টিম সালেকুর রহমান, রাজশাহী মহানগর আমির অধ্যাপক আবুল হাশেম, জেলা পশ্চিমের আমির আমিনুল ইসলাম, পূর্বের আমির রেজাউর রহমান, নাটোর জেলা আমির ইউনুস আলীসহ আরও বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়।

গত ২৮ জানুয়ারি মতিহার থানা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩০ নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারি নেতা নুরুল ইসলাম শাহীন ওরফে টাকু শাহীন (৪০) নিহত হন। নিহত শাহীনের বাড়ি মহানগরীর মতিহার থানার বিনোদপুরে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।