ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে জামায়াত নেত‍া আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৩, জানুয়ারি ৩১, ২০১৫
রাজধানীতে জামায়াত নেত‍া আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মুগদা এলাকা থেকে শামসুর রহমান নামে জামায়াতের এক নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়।



তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা ক্যাম্পাসের ডেপুটি রেজিস্ট্রার।  

সম্প্রতি গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের সমন্বয়কারী ও অর্থ যোগানের অভিযোগে তাকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়ার উপ-পুলিশ কমিশনার মুসুদুর রহমান বাংলানিউজকে জানান, খিলগাঁও, মতিঝিল, সবুজবাগ ও শাজাহানপুরে তার নেতৃত্বে এসব সহিংসতা ঘটানো হয়।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।