ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রিজভী গ্রেফতার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৬, জানুয়ারি ৩১, ২০১৫
রিজভী গ্রেফতার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সূত্র জানিয়েছে, শু্ক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।



রোববার থেকে দেশব্যাপী টানা ৭২ ঘন্টার যে হরতাল ঘোষণা হয়েছে, ২০-দলীয় জোটের হয়ে সে ঘোষণা দেন এই রুহুল কবীর রিজভী।

অজ্ঞাত অবস্থানে থেকে দলীয় কর্মসূচি ঘোষণা ও ২০ দলের পক্ষে বিবৃতি দিয়ে যাচ্ছিলেন তিনি।
 
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারও রিজভীর গ্রেফতার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তবে তাকে গ্রেফতার করে কোথায় নেওয়া হয়েছে তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।