ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

জাতীয় সংলাপের দাবি বিএনএ’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, জানুয়ারি ৩১, ২০১৫
জাতীয় সংলাপের দাবি বিএনএ’র ছবি : রাশেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের রাজনৈতিক সংকট নিরসনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)।
 
শনিবার (৩১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জোট আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।


 
ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে জোটবদ্ধ বিএনএ’র মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।
 
তিনি বলেন, হরতাল-অবরোধের মধ্যে দেশের মানুষ পেট্রোলবোমার আগুনে মারা যাচ্ছে, আগুনে অসংখ্য মানুষ দগ্ধ হয়ে বার্ন ইউনিটে আহাজারি করছে। সেই আহাজারি ও মানুষের কান্না কী আপনাদের (হাসিনা-খালেদা) কানে পৌঁছায় না!
 
মানুষের আর্তনাদ ও করুণ পরিণতি থেকে পরিত্রাণ পেতে হলে দেশের সব নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপের আয়োজন করতে দাবি জানিয়েছেন জোটের শরিক দল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন।
 
মানববন্ধনে বিএনএ’র স্টিয়ারিং কমিটির সদস্য ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জোটের শরিক দল বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেডিসেন্ট শেখ অহিদুজ্জামান, জাগো বাঙালি পার্টির চেয়ারম্যান মেজর (অব.) শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্টের চেয়ারম্যান দিলীপ কুমার দাস গুপ্তসহ জোটের অন্য দলের নেতারা।
 
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।