ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, জানুয়ারি ৩১, ২০১৫
ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: তিনদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাশিমপুর কারাগার থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পল্টন থানা পুলিশ নিয়ে আসলেও তাকে এখন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।



এর আগে বেলা পৌনে ১১টায় কাশিমপুর (ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২) কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশে নিয়ে আসে পল্টন থানা পুলিশের একটি দল।

ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বাংলানিউজকে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এজন্য শনিবার তাকে কারাগার থেকে পল্টন থানা পুলিশ নিয়ে যায়।

এর আগে ২৮ ডিসেম্বর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর পরদিন ২৯ ডিসেম্বর পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে একটি মামলা করেন।

এ মামলার আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৭ জানুয়ারি মঙ্গলবার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।