ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

কিশোরগঞ্জে পার্কিং করা বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০১, ফেব্রুয়ারি ৬, ২০১৫
কিশোরগঞ্জে পার্কিং করা বাসে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সামনে বর্ণা পরিবহনের একটি পার্কিং করা বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে এ আগুন দেওয়া হয়।

এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নান্নু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নান্নু মিয়া জানান, বর্ণা পরিবহনের বাস ঢাকা-হোসেনপুর যাতায়াত করে। রাত পৌনে দশটার দিকে সাব রেজিস্ট্রে অফিসের সামনে বাসটি পার্কিং করা ছিল।

দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ