ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

নির্বাচন হলে বিপুল ভোটে জিতবে আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১২, ফেব্রুয়ারি ৬, ২০১৫
নির্বাচন হলে বিপুল ভোটে জিতবে আ’লীগ ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপির দাবি নির্বাচন। ছয় বছরে দেশ যত এগিয়ে গেছে, এখন নির্বাচন হলে বিপুল ভোটে জিতবে আওয়ামী লীগ।

এটা কি বিএনপি মেনে নেবে?

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে ‘‌‌‌‌‌‌‌‌স‌ন্ত্রাস বনাম রাজনীতি’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে সুচিন্তা ফাউন্ডেশন।

জয় বলেন, এখন নির্বাচন দিয়ে আওয়ামী লীগ জয়লাভ করলে বিএনপি মানবে না। এই অশান্তি চলতেই থাকবে দেশে।

বিএনপি-জামায়াতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা আর বিএনপি-জামায়াতের সন্ত্রাস সহ্য করতে রাজি নই, এখন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠিন ব্যবস্থা নেবে। বেঁচে থাকতে চাইলে, থামো। আমরা তোমাদের (বিএনপি-জামায়াত) ধরবোই। জ্যান্ত হোক বা যেকোনো ভাবে হোক।

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, পাগল হয়ে যাওয়ার লক্ষণ হলো; একই ভুল বারবার করা, এই আশায় যে ভিন্ন রেজাল্ট আসবে। আমাদের দেশের সুশীল ‌সমাজ ‘সংলাপ’ ‘সংলাপ’ করছেন। আমি আগে মনে করতাম‌‍‌‌‍ এরা ‘স্টুপিড’। আসলে এরা একদম পাগল।

জয় বলেন, বিএনপির দাবি সংলাপের। কিন্তু ২০১৩ সালের শুরুতে আমরা বিএনপি নেত্রীকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছি। তারা আসেনি। আমার মা, প্রধানমন্ত্রী তাকে ফোন করেছে, তাও থামেনি। এই মুহুর্তে সংলাপ করে কী লাভ হবে? এখন কি মানুষ পোড়ানো থেমে যাবে? যারা আইএস’র মত হামলা করে, তাদের সঙ্গে সংলাপ হবে না।

সজীব ওয়াজেদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসায় (কার্যালয়) গেছেন তাকে সমবেদনা জানাতে। ছেলের মৃত্যুতে শোক জানাতে। সংলাপ তো দূরের কথা তাকে ভবনেই ঢুকতে দেওয়া হয়নি। যারা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে না, একজন পাগল ছাড়া কেউ কি তাদের সঙ্গে সংলাপের কথা বলতে পারে?

তিনি বলেন, বিএনপি-জামায়াত কি সরকারের ওপর হামলা করছে? পুলিশের ওপর হামলা করেছে? আমি তো সেটা দেখছি না। কেউ কি আওয়ামী লীগকে হামলা করছে? না। এরা সাধারণ মানুষ যারা কোনো দলের না, ওদের ওপর হামলা করছে। পুড়িয়ে মারছে। যারা এমন ভয়ঙ্করভাবে মানুষ পুড়িয়ে মারে। পুলিশের দায়িত্ব যে-করেই হোক তাদের থামানো। সংঘর্ষ থামাতে যে পরিমাণ শক্তি প্রয়োগ প্রয়োজন, সেটা তারা (পুলিশ) করবে। এটা তাদের দায়িত্ব।

জয় বলেন, ফ্রান্সে সন্ত্রাসীদের ক্রসফায়ারে দেওয়া হয়েছে। আমাদের দেশেও বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও ও সন্ত্রাস করছে। এরা সন্ত্রাসী।

সুচিন্তা ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ এ. আরাফাতের সূচনা বক্তব্যে শুরু হওয়া ওই সেমিনারে আরও বক্তব্য দেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আবদুল মান্নান, অভিনেতা ড. ইনামুল হক, সংগীতশিল্পী মিতা হক, সাংবাদিক আবেদ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।