ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদার গণতান্ত্রিক আন্দোলনে আ’লীগ বাধা দিবে না: বাদল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, ফেব্রুয়ারি ৭, ২০১৫
খালেদার গণতান্ত্রিক আন্দোলনে আ’লীগ বাধা দিবে না: বাদল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: জাতীয় সংসদের সদস্য ও জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দিন খান বাদল বলেছেন, খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলন করলে আওয়ামী লীগ তাতে বাধা দিবে না। কিন্তু খালেদা জিয়া আপনি যদি ককটেল হাতে নিয়ে আসেন জনগণ আপনাকে ছাড় দিবেনা।



শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ১৪দলের উদ্যোগে আয়োজিত নাশকতা ও সন্ত্রাস বিরোধী জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি খালেদা উদ্দেশ্য করে বলেন, আপনি যে সহিংস আন্দোলন করছেন তা গণতান্ত্রিক আন্দোলন নয়। জনগণ আপনার আন্দোলনে সাড়া দেয়নি। গত এক মাসে তা আপনি বুঝে ফেলেছেন। তাই আপনি বোমা মারছেন, মানুষ খুন করছেন।

এমপি বাদল আরও বলেন, সন্ত্রাস ও মানুষ মরা খুনীদের হাঁটুর নিচে আর প্রয়োজনে সরাসরি বুকে গুলি করা হবে। তাদের ছাড় দেওয়া হবে না। খালেদা জিয়া আপনি জামায়াতকে নিয়ে বোমা মারলে পুলিশ আপনার জন্য ফুল নিয়ে আসবে না। অন্য কিছুও আনবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া আপনি বিবির মত আরামে থাকেন, আর আপনার ছেলে লন্ডনে থাকে। এ অর্বাচীন নেতৃত্বের কারণে বিএনপির সব ভেস্তে গেছে।

জনসভায় উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল, রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বুড়িচং-ব্রাক্ষণপাড়া আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাংসদ তাজুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।