সিরাজগঞ্জ: নাশকতার অভিযোগে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত জেলার উল্লাপাড়া উপজেলা থেকে ৬ জন ও শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৩ জনকে আটক করা হয়।
সিরাজগঞ্জ পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তা সদরুল আমীন আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এদিকে, সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি সিরাজগঞ্জ জেলায়।
সকাল থেকে জেলা শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে রিকশা, ভ্যানসহ বিভিন্ন হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
নাশকতা প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভ্রাম্যমাণ আদালতের টহল অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫