ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

ফেনীতে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ফেনীতে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ চালক পারভেজ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর শহরের কাজির দিঘী এলাকায় চলন্ত একটি কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধকারীরা। এতে চালক পারভেজ (৩০) দগ্ধ হয়েছেন।



রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

দগ্ধ পারভেজকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে ফেনীর কাজিরদিঘী এলাকায় ৮/১০ জন মুখোশধারী যুবক মহাসড়কে উঠে প্রথমে ককটেল ছুঁড়ে গাড়ির গতিরোধ করে। পরে গাড়িটি থামলে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িতে আগুন ধরে যায় ।

এসময় তিনি পাশের একটি খালে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে চালক ও গাড়িটি উদ্ধার করে। পারভেজের চোখে, মুখে, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্লিন্টার বিদ্ধ ও পা দগ্ধ হয়েছে।

ফেনী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দগ্ধ পারভেজ ফেনীর সোনাগাজীর চরকৃষ্ণচর এলাকার ফকির আহম্মদের ছেলে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।