ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে তার গুলশান কার্যালয়ে নতুন করে কাঁটাতারের ঘের দেওয়া হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে এই কাঁটাতার আনার পর রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল নাগাদ সেগুলো (কাঁটাতারের গোল বলয়) দেয়ালের ওপরে স্থাপন করা হয়।
খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে জানান, নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা।
কার্যালয়ের ফটকে এসে কিছুক্ষণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিকে কাঁটাতারের বলয় স্থাপনের পরপরই খোকন মোস্তাফিজ নামে এক যুবক সেখানে পাহারায় থাকা পুলিশের গাড়িতে উঠে সদ্য স্থাপিত কাঁটাতারের বলয়ের ওপরে একটি সাদা পতাকা স্থাপন করে দেন।

পুলিশ তাকে ধরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তবে প্রাথমকি জিজ্ঞসাবাদে নিজেকে তিনি সিলেট কৃষ্টি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র পরিচয় দিয়ে জানান, তার বাড়ি দিনাজপুরের খানসামায়। দেশব্যাপী অব্যাহত সহিংসাতর প্রতিবাদে জাগ্রত জনতার পক্ষে শান্তির জন্য তিনি ওই পতাকা টানিয়ে দিয়েছেন।
তবে এদিন দুপুর পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কোনো অপ্রীতিকার ঘটনা দেখা যায় নি। ফটকের সামনেই যথারীতি রেজিস্টার খাতা নিয়ে বসে আছেন তিন কর্মকর্তা। অদূরেই রয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।
ডিউটিরত সাংবাদিকরা কাঁটাতারের বেড়া নিয়ে নানা মন্তব্য করছিলেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে দেয়াল টপকে ছবি নিতে এ ঘের ব্যাঘাত ঘটাবে বলছেন ক্যামেরাপারসনরা।

এছাড়া শনিবার রাতে একটি রেফ্রিজারেটরও কার্যালয়ে আনা হয়।
এতো মানুষের থাকা, খাওয়া ও টয়লেট সমস্যাসহ নানা বিষয় নিয়েও আলাপ চলছিল কার্যালয়ের সামনে।
ভেতরের বাসিন্দাদের দিনাতিপাতের কাল্পনিক চিত্র নিয়ে আলাপও উঠে আসে স্থানীয় চা-দোকানের আড্ডায়।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫
** খালেদার কার্যালয়ে ফ্রিজ-কাঁটাতার