ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

পুলিশকে লক্ষ্য করে বোমা, হামলাকারী গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, ফেব্রুয়ারি ৮, ২০১৫
পুলিশকে লক্ষ্য করে বোমা, হামলাকারী গুলিবিদ্ধ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানী যাত্রাবাড়ীর মোমেনবাগ এলাকায় পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালানোর সময় পুলিশের গুলিতে মো. জাকির (২৫) নামে এক হরতালকারী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মোমেনবাগ সালাউদ্দিন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।



যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বাংলানিউজকে জানান, দুপুর ১টার দিকে মোমেনবাগ সালাউদ্দিন স্কুলের সামনে কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে বোমা ছুড়ে জাকির।   পরে পুলিশ আত্মরক্ষার্তে গুলি ছুড়লে জাকির গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে পায়ে গুলি লাগা অবস্থায় জাকির পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।

জাকিরকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই রাসেল।  

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।