ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

‘শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নখাতে নিতে বোমা মারা হচ্ছে’

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, ফেব্রুয়ারি ৯, ২০১৫
‘শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নখাতে নিতে বোমা মারা হচ্ছে’

ঢাকা: ‘সুপরিকল্পিতভাবে গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশে যানবাহনে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করা হচ্ছে’ বলে অভিযোগ করেছে ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এ অভিযোগ করেন।



২০ দলীয় জোটের ডাকা চলমান শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য এনডিপি’র পক্ষ থেকে নেতাকর্মী ও দেশবাসীকে উদাত্ত আহ্বানও জানান নেতারা।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।