ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

রাজনীতি

হামলায় শিশুসহ মুরগির বাচ্চারাও রেহাই পাচ্ছে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, ফেব্রুয়ারি ১০, ২০১৫
হামলায় শিশুসহ মুরগির বাচ্চারাও রেহাই পাচ্ছে না খাদ্যমন্ত্রী অ্যাডভোকোট কামরুল ইসলাম

ঢাকা: খালেদা জিয়ার নির্দেশে যে হামলা চলছে, তার হাত থেকে শিশুসহ মুরগির বাচ্চারাও রেহাই পাচ্ছে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকোট কামরুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচন তাদের মুখ্য বিষয় নয়।

খালেদা জিয়া ও তারেকের বিরুদ্ধের মামলা প্রত্যাহারের জন্যই তারা এসব কাজ করছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে বোমা ও সন্ত্রাসবিরোধী নারী কমিউনিটি পুলিশ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে কামরুল ইসলাম বলেন, ১৫ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন আপনারা। জনতা রাস্তায় নামলে পালাবার পথ খুঁজে পাবেন না।

তিনি বলেন, খালেদা জিয়ার নির্দেশে যে হামলা চলছে, তার হাত থেকে শিশুসহ মুরগির বাচ্চারাও রেহাই পাচ্ছে না। নির্বাচন  তাদের মুখ্য বিষয় নয়। খালেদা জিয়া ও তারেকের বিরুদ্ধের মামলা প্রত্যাহারের জন্যই তারা এসব কাজ করছেন।

নাশকতাকারীদের সঙ্গে যে আচরণ করা প্রয়োজন, তাই করা হবে বলেও জানান তিনি।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।