ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

রাজনীতি

টুকু-নীরবসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, ফেব্রুয়ারি ১০, ২০১৫
টুকু-নীরবসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সুলতান সালাউদ্দিন টুকু ও সাইফুল আলম নিরব

ঢাকা: গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা দ্রুতবিচার মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
 
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম ভ‍ূইয়া এ  পরোয়ানা জারি করেন।



অপর আসামি হলেন- ছাত্রদল নেতা আবুল মনসুর খান দীপক।

মঙ্গলবার মামলার বাদি পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান আদালতে সাক্ষ্য দিতে হাজির হন। কিন্তু আসামিরা আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। তার পক্ষে কোনো আইনজীবী সময়ের আবেদনের ওপর শুনানি করেন নি।

ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভুইয়া আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাদির সাক্ষ্য গ্রহন করেন।   ২৫ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য করেন।

২০১৩ সালের ১ এপ্রিল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার এসআই মাহমুদুল হাসান এ মামলাটি দায়ের করেন। ওই বছরের ৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পল্টন থানার এসআই খোরশেদ আলম।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।