ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে জামায়াত-শিবিরের অর্থ জোগানদাতাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ময়মনসিংহে জামায়াত-শিবিরের অর্থ জোগানদাতাসহ আটক ২

ময়মনসিংহ: ময়মনসিংহে জামায়াত-শিবিরের অর্থ জোগানদাতা কিশোরগঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক শিব্বির আহমেদ ও তার সহযোগী হামিদুল্লাহকে আটক করেছে র‌্যাব-পুলিশ-বিজিবি’র সমন্বয়ে যৌথ বাহিনী।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভাটিকাশর এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।



মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কোতোয়ালী মডেল থানা পুলিশ স্থানীয় সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করে।

কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনসুর জানান, গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনাকারী এবং জামায়াত-শিবিরের অর্থ জোগানদাতা।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন তালুকদার জানান, রোববার দিবাগত রাতে শহরের সানকিপাড়া হেলথ অফিসারের গলি এলাকার দুটি মেস থেকে ১৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়। আটক নেতাকর্মীদের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।