ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

রাজনীতি

হুকুমের আসামি খালেদাকে গ্রেফতার করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, ফেব্রুয়ারি ১২, ২০১৫
হুকুমের আসামি খালেদাকে গ্রেফতার করা হবে খালেদা জিয়া ও মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সারাদেশে প্রতিটি বোমা হামলার ঘটনায় হুকুমের আসামি হবেন খালেদা জিয়া। আর হুকুমের আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হবে।



বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি’২০১৫) মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। আর ওই নির্বাচনও হবে শেখ হাসিনার অধীনেই। বোমা হামলা করে, মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবেনা। বোমা মেরে ক্ষমতায় যাওয়া গেলে তো একসময় দেশের প্রতিটি মানুষই ১/২টি করে বোমা নিজের কাছে রাখবে।

খালেদা জিয়া শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চান উল্লেখ করে তিনি বলেন, এসএসসি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আর এসময় এ পরীক্ষা বন্ধ করতে খালেদা জিয়া উঠে পড়ে লেগেছেন। তিনি চান না পরিীক্ষা হোক। শুধু ক্ষমতায় যেতে চান তিনি।

মানববন্ধনে অন্যদের মধ্যে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননসহ মতিঝিল এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।