ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

রাজনীতি

জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, ফেব্রুয়ারি ১২, ২০১৫
জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দেশব্যাপী হরতাল-অবরোধ ও শিক্ষাঙ্গনে ছাত্রদলের ডাকা ধর্মঘটের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিলের স্লোগান ছিল ‘বিএনপি-জামাতের রাক্ষুসী লেলিহান শিখায় জ্বলছে মানুষ, পুড়ছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ’ ও ‘হরতাল অবরোধ বন্ধ কর, করতে হবে’।



বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়।

মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান, সহ-সভাপতি রাসেল মিয়া স্বাধীন, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, যুগ্ম সম্পাদক মিঠুন কুন্ডু, দফতর সম্পাদক শহিদুল ইসলাম সাইফ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীনসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মাহমুদুর রহমান ও রাজিব আহমেদ বলেন, দেশব্যাপী জ্বালাও-পোড়াও হরতাল-অবরোধ এবং শিক্ষাঙ্গনে ছাত্রদলের ধর্মঘটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।