ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

জিলু হত্যা মামলায় ২ ছাত্রদল নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
জিলু হত্যা মামলায় ২ ছাত্রদল নেতা কারাগারে

সিলেট: জামিন চাইতে গিয়ে কারাগারে গেলেন ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু হত্যা মামলার দুই আসামি।

দুই নেতা হলেন- মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ ও মহানগর ছাত্রদল নেতা জামাল আহমদ খান ওরফে কালা জামাল।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।

২০১৪ সালের ২৭ জুন বিকেলে নগরীর পাঠানটুলায় নিজ দলের কর্মীরা ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুকে প্রকাশ্যে কুপিয়ে খুন করে। এ ঘটনায় ছাত্রদলের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন জিলুর বড় ভাই আহমেদ হাসান মাহবুব।

হত্যাকাণ্ডের ঘটনায় এ দুই নেতা দল থেকে বহিষ্কার হন। এরপরও দলীয় কর্মসূচিতে তাদের অংশগ্রহণ ছিলো বলে জানায় দলীয় সূত্র।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।