ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

রংপুরে বিএনপি-জামায়াতের ৬ কর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
রংপুরে বিএনপি-জামায়াতের ৬ কর্মী গ্রেফতার

রংপুর: ২০ দলীয় জোটের হরতাল অবরোধ কর্মসূচিতে নাশকতা এড়াতে বিএনপি-জামায়াতের ৬কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে রংপুর কোতয়ালী থানা পুলিশ তাদের গ্রেফতার করে।



গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, বিএনপিকর্মী আক্কাস আলী (৪৫), নাজমুল ইসলাম (২৬), বুলু মিয়া (১৮), তাইজুল ইসলাম (৩২), রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল বিষয়ক সম্পাদক মোন্নাফ (৪৫) এবং  একই কমিটির নেতা মিজানুর রহমান বুলু (৪৫)।

জেলা গোয়েন্দা পুলিশের সিনিয়র কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের বুধবার বিকেলে আদালতে হাজির করা হলে তাদের জামিন আবেদন নামঞ্জ‍ুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।