ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

টি এইচ খানের বাসা ঘিরে রেখেছে র‌্যাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
টি এইচ খানের বাসা ঘিরে রেখেছে র‌্যাব টি এইচ খান

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিচারপতি টি এইচ খানের বাসা ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কিছু র‌্যাব সদস্য তার রাজধানীর মোহাম্মদপুরের বাসার চার পাশে অবস্থান নেয়।



বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং স‍ূত্র এ দাবি করলেও কী কারণে ওই বাসা ঘিরে রাখা হয়েছে তা তারা জানাতে পারেনি।

তবে, র‌্যাবের একটি সূত্র দাবি করেছে, বিকেল থেকে ব্যারিস্টার মওদুদ আহমদসহ বিএনপিপন্থি কিছু আইনজীবী টি এইচ খানের বাসায় বৈঠক করতে জড়ো হয়েছেন খবর পেয়ে সন্ধ্যার দিকে র‌্যাব সদস্যরা সে বাড়ির চারপাশে অবস্থান নেয়।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫/আপডেট ১৯১৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।