ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

জাবিতে ছাত্রদল নেতাকে পিটুনি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
জাবিতে ছাত্রদল নেতাকে পিটুনি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে রসায়ন বিজ্ঞান ভবনের পাশে এ ঘটনা ঘটে।



প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, রসায়ন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী জহির উদ্দিন বাবর পরীক্ষার হল থেকে বের হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী ও একই বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদের নেতৃত্বে ৫/৭জন ছাত্রলীগের কর্মী রড, লাঠি ও কাঠ দিয়ে তাকে বেধড়ক পেটায়।

বাবরকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসাপাতলে পাঠানোর পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্স না থাকায় বিশ্ববিদ্যালয়ের পিকআপ ভ্যানে করে তাকে হাসপাতালে পাঠানো হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা: শ্যামল কুমার শীল বলেন, নাকে আঘাত লাগায় রক্তক্ষরণ হয়েছে। এছাড়া পায়েও আঘাতের চিহ্ন রয়েছে।

আসিফ আহমেদ বলেন, গত রাতে ক্যাম্পাসের বাসে আগুন দেওয়ার ঘটনায় বাবরের সংশ্লিষ্টতা আছে। এছাড়া সে বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে আসছিল। তাই তাকে পেটানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।