ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

গাজীপুর মহানগর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
গাজীপুর মহানগর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

গাজীপুর: গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদের বিরুদ্ধে টেন্ডার ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জয়দেবপুর থানায় এস এম শাহীন নামে এক ঠিকাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্ধারিত টেন্ডারের সিডিউল বিক্রির পর এরশাদ অস্ত্রের মুখে এস এম শাহীন নামে এক ঠিকাদারের কাছ থেকে সিডিউল ছিনতাই করেন।

এ ঘটনায় শাহীন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন ওই ঠিকাদার।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।