ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

খুলনায় স্বেচ্ছাসেবক লীগের শান্তি মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
খুলনায় স্বেচ্ছাসেবক লীগের শান্তি মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় স্বেচ্ছাসেবক লীগের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে সন্ত্রাসের বিরুদ্ধে একটি মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।



দেশব্যাপী চলমান অগ্নিসংযোগ, হত্যা, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপত্বি করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তমাল কান্তি ঘোষের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রজব আলী সরদার, খুলনা মহানগর শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম মোল্লা, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ, সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সাগর ও হাফেজ শামীম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সারোয়ার উদ্দীন, মহানগর যুবলীগ নেতা শফিকুর রহমান পলাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।