ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

মান্নার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
মান্নার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার দলের নেতাকর্মীরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।



এতে বলা হয়, মান্না দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। আটকের পর থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রতিদিনের ওষুধ তাকে দেওয়া হচ্ছে না এবং চিকিৎসাও বন্ধ রয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে দলের সদস্যরা উদ্বিগ্ন।

মাহমুদুর রহমান মান্নার যে কোনো ক্ষতির জন্য কর্তৃপক্ষকেই দায় বহন করতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।