ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

‘আ’লীগকে দাফনের আয়োজন করে চলেছেন হাসিনা’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
‘আ’লীগকে দাফনের আয়োজন করে চলেছেন হাসিনা’ সালাহ উদ্দিন আহমেদ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাফনের আয়োজন করে চলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।



সালাহ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর স্মরণ রাখা উচিৎ-তার বাবা বাকশাল গঠনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করে যেমন আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দিয়েছিলেন, তেমনি তিনিও বাবার পদাঙ্ক অনুসরণ করে পুনর্বার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাফন করার আয়োজন করে চলেছেন।

তিনি বলেন, রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়ার ২০ দলীয় জোটের চলমান আন্দোলনকে সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড হিসেবে উপস্থাপনের সীমাহীন অপচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে।

সালাহ উদ্দিন বলেন, ২০ দলীয় জোটের এই আন্দোলন শুধ‍ু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এই আন্দোলন নিপীড়ক শাসকচক্রের বিরুদ্ধে।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার অস্ত্রের জোরে জনগণের সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে প্রতিমুহূর্তে মুক্তিযুদ্ধের সব অর্জনকে পদদলিত করে গণতন্ত্রকেই বিলুপ্ত করে দিতে চায়।

এই অবৈধ সরকারের বিরুদ্ধে আজ দেশের সকল পাড়ায়-মহল্লায় জনগণের নেতৃত্বে স্বতঃস্ফ‍ূর্তভাবে প্রতিরোধ-সংগ্রাম কমিটি গড়ে উঠেছে বলেও জানান তিনি।  

দলীয় নেতাকর্মীকে আটক করায় তীব্র নিন্দা জানান সালাহ উদ্দিন। এছাড়াও দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সপ্তম দফায় রিমান্ডে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।