ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

পেট্রোলবোমা মেরে আ’লীগকে থামানো যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
পেট্রোলবোমা মেরে আ’লীগকে থামানো যাবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, পেট্রোলবোমা মেরে আওয়ামী লীগকে থামানো যাবে ‍না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড় ৫টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৫টি গ্রামের পল্লী বিদ্যু‍ৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, মানুষ হত্যা করে কেউ ক্ষমতায় যেতে পারেনি। খালেদাও পারবেন না। তারা নিরীহ মানুষকে পেট্রোলবোম‍া মেরে হত্যা করছে।

তাড়ল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পদক আহমদ চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহেল পরভেজ, তাড়ল ইউপি চেয়ারম্যান নূরুল হক তালুকদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে তাড়ল ইউনিয়নের ৫টি গ্রামের ১৩০০ গ্রাহকে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

এরআগে তিনি দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের ৪টি গ্রামের ৮শ গ্রাহকের বিদ্যু‍ৎ সংযোগের উদ্বাধন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।