ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

বিএনপি দেশের বিরুদ্ধে আন্দোলন করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, মার্চ ২১, ২০১৫
বিএনপি দেশের বিরুদ্ধে আন্দোলন করছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বিএনপি-জামায়াতের আন্দোলন বর্তমান সরকারের বিরুদ্ধে নয়, এ আন্দোলন দেশের বিরুদ্ধে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে সহিংসতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।



শনিবার দুপুরে বরিশাল সরকারি বিএম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, সরকার চায় বিএনপি জোট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে অগণতান্ত্রিক ধারা থেকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক।

গণতান্ত্রিক দেশ হিসেবে সব দলের নির্বাচনে অংশ গ্রহণ করা উচিৎ বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই বিএনপি জোট আন্দোলনের নামে দেশে সহিংসতা চালাতে শুরু করে। খালেদা জিয়ার নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী আন্দোলনের নামে ঘুমন্ত শিশু-নারীদের পেট্রোল বোমা মেরে হত্যা করছে।

এ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষে পরীক্ষা চলাকালীন সময় ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে দেশ বিরোধীরা। এসময় তিনি সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. হারুন অর রশিদ, বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ প্রমুখ।

সকাল ১১টায় সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ও জাতীয় বিশ্ব-বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর রশীদ।

সেখানে উপস্থিত ছিলেন- বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক, শিক্ষবিদ সিরাজ উদ্দিন আহম্মেদ, প্রফেসর মো. হানিফ, প্রফেসর ননী গোপাল দাস, জেলা প্রশাসক শহীদুল আলম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।