ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

হাইমচরে জেলেদের সঙ্গে আ’লীগের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৭, মার্চ ২২, ২০১৫
হাইমচরে জেলেদের সঙ্গে আ’লীগের সংঘর্ষে আহত ১০

চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে পদ্মা নদীতে জাটকা শিকারে বাধা দেওয়ায় জেলেদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়।

পরে দুই দফা অভিযান চালিয়ে সাত জনকে আটক করে পুলিশ।

শনিবার (২২ মার্চ) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ১১টায় একদল জেলে জাটকা নিধনের জন্য নদীতে নামলে চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উল্লাহ মাস্টারের নেতৃত্বে নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

সংঘর্ষে কমপক্ষে ১০ জন  আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আওয়ামী লীগ নেতা আহমদ উল্লাহ মাস্টারসহ পাঁচ জনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যরা  হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, খবর পেয়ে রাতেই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

হামইচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।