ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

বোমাবাজদের আইনের আওতায় আনা হবে

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, মার্চ ২২, ২০১৫
বোমাবাজদের আইনের আওতায় আনা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, যারা বোমাবাজি করছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



যারা বোমাবাজির সঙ্গে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবাদ হোসেন।

জেলা তথ্য অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপিত আব্দুল হেকাম।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।