ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

তিন সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী চূড়ান্ত

ষ্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, মার্চ ২২, ২০১৫
তিন সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী চূড়ান্ত

ঢাকা: আসন্ন তিন সিটি (ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম ) করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (২২ মার্চ) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ূম প্রার্থী চূড়ান্তের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ।

 

তিনি বলেন, ঢাকার উত্তরে সংগঠনের ঢাকা মহানগর সভাপতি হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন আহমেদ ও ঢাকার দক্ষিণে সংগঠনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমানকে মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়।

এছাড়া চট্টগ্রাম সিটিতে সংগঠনের চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে দলটি ।
 
আহমদ আব্দুল কাইয়ূম বলেন, শনিবার (২১ মার্চ) সংগঠনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে  (চরমোনাই পীর) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তসহ তিন সিটিতে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।