ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন মাহমুদুর রহমান মান্না সরকারের ষড়যন্ত্রের শিকার।
বুধবার (২৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘স্বাধীনতার চেতনা: গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রব বলেন, মান্না সরকারের কুটিল রাজনীতির শিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ পড়ার কথা বলেছেন তাতে কি হয়েছে। বিনা বিচারে যে মানুষ মারা যাচ্ছেন তার তো কোনো বিচার হচ্ছে না।
তিনি বলেন, সরকার বলছে মান্না দেশ ও সেনাবাহিনী নিয়ে বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। মান্না ষড়যন্ত্র তো দূরের কথা ষড়যন্ত্রের গন্ধও শুকতে পারতেন না।
আওয়ামী লীগ, বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগের কারণেই মান্নাকে গ্রেফতার করা হয়েছে বলে বলে মন্তব্য করেন রব।
মান্নাকে উদীয়মান জাতীয় নেতা উল্লেখ করে বিনা শর্তে মুক্তি দাবি করে তিনি বলেন, মান্নার বিরুদ্ধে মামলা মিথ্যা প্রমাণিত হবে। যদি মান্না দোষী হয় তার বিচার করুন। কিন্তু জেলে আটক রাখার অধিকার সরকারের নেই বলে জানান তিনি।
মুজিবনগর সরকার নিয়ে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার মন্তব্যে ধিক্কার জানিয়ে আব্দুর রব বলেন, ওই উপদেষ্টা বলেছেন,‘ মুজিবনগর সরকার বলতে কিছু নাই’। মুজিবনগর সরকার না থাকলে বঙ্গবন্ধু জেলে গেলেন কেন? চার নেতা খুন হলেন কেন?
সঠিক ইতিহাস না জানার কারণে সেই উপদেষ্টাকে ধিক্কারও দেন রব।
প্রধানমন্ত্রীকে উত্তরপাড়া নিয়ে গালি না দেওয়ার অনুরোধ জানিয়ে রব বলেন, উত্তরপাড়া নিয়ে গালি দেবেন না। সেখানে যারা আছেন তারা আমাদের দেশের বাইরে না।
নির্বাচন কমিশনের সমালোচনা করে রব বলেন, এমন আইন করলেন যেখানে শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাধারণ মানুষ নির্বাচন করতে পারবেন না।
সভায় সংগঠনটির সদস্য অ্যাডভোকেট ফজলুল হক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুকোমল বড়ুয়া, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সংগঠনের ঢাকা মহানগর (উত্তর) আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, দক্ষিণ আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫