ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খালেদাকে পাকিস্তান যেতে বললেন নৌমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, মার্চ ২৭, ২০১৫
খালেদাকে পাকিস্তান যেতে বললেন নৌমন্ত্রী নৌপরিবহন মন্ত্রী মো. শাজাহান খান এমপি / ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাকিস্তান যেতে বললেন নৌপরিবহন মন্ত্রী মো. শাজাহান খান এমপি।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় শ্রমিক সংহতি ফেডারেশনের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


 
‍শাজাহান খান বলেন, খালেদা জিয়া যেহেতু ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে যেতে পারেননি, স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাননি, তিনি বাংল‍াদেশে থেকে কি হবে, তিনি বরং পাকিস্তান চলে যাওয়াই ভালো।

নৌমন্ত্রী খালেদা জিয়াকে পাকিস্তানে যেতে প্রস্তুত হওয়ার আহ্বান জ‍ানিয়ে বলেন, বাংলার সব শ্রমিক ও পেশাজীবী মানুষ আপনাকে পাকিস্তানে যেতে ব্যবস্থা করে দেবে।
 
বিএনপি-জামায়াতের উদ্দেশে শাজাহান খান বলেন, আপনারা পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করবেন, পুলিশ ব্যবস্থা নিলে বলবেন গণহত্যা, গণহত্যা করছেন আপনারা।
 
বিএনপির-জামায়াতের অবরোধ-হরতালে ৩৬ জন চালক-হেলপার ও ১৫০ জন সাধারণ মানুষকে পেট্রোলবোমা মেরে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
 
অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের এক বক্তব্যের উদ্বৃতি দিয়ে নৌমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্র হত্যা বা চুরি করিনি, গণতন্ত্র হত্যা ও চুরি করছে বিএনপি-জামায়াত।
 
বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধ হয়ে পেট্রোলবোমা মেরে যেসব হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে এর জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি দেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
 
তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ। শেখ হাসিনা সরকার শ্রমিকদের বিভিন্ন সময় দাবি বাস্তবায়ন করেছে, বিগত সময়ে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে তাদের মজুরি বাড়িয়ে দিয়েছে। শ্রমিকদের অধিকার বাস্তায়ন করা হবে।
 
জাতীয় শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি আলম খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন, শ্রমিক নেতা আবুল হোসেন, জাতীয় শ্রমিক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ