ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সালাহউদ্দিন নিখোঁজ

আইন-শৃঙ্খলা বাহিনীকে দুষছেন মাহবুবউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, মার্চ ২৭, ২০১৫
আইন-শৃঙ্খলা বাহিনীকে দুষছেন মাহবুবউদ্দিন ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পেছনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত বলে অভিযোগ করেছেন দলের আরেক যুগ্ম-মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টায় সালাহউদ্দিন আহমেদের গুলশানের বাসায় তার স্ত্রী হাসিনা আহমদ ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অভিযোগ করেন।



এসময় মাহবুবউদ্দিন খোকনের সঙ্গে ছিলেন বিএনপিপন্থি ১০ আইনজীবী। এদের মধ্যে ছিলেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, বার কাউন্সিলের সদস্য মোস্তফা খান, বিএনপির প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।

মাহবুবউদ্দিন খোকন বলেন, সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার তিন দিন আগে তার গাড়িচালককে গ্রেফতার করা হয়। সার্বিক পরিস্থিতি বলে, এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা রয়েছে।

তিনি বলেন, একজন ব্যক্তির ভিন্ন মত থাকতেই পারে। এজন্য তাকে দেশ থেকে নিখোঁজ করে দেওয়া হবে, এটা হতে পারে না। জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের।

আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অভিযোগ করে খোকন বলেন, আইন ভঙ্গ করে তারা রাতে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বাসায় অভিযান চালায়।

কোনো ধরনের গ্রেফতারি পরোয়ানা ছাড়া কারও বাসায় অভিযান চালানো ও কাউকে আটক বা গ্রেফতার করা সংবিধান সম্মত নয় বলেও মন্তব্য করেন বিএনপির এ যুগ্ম-মহাসচিব।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

** স্বামীকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর সাহায্য চান হাসিনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ