ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

গরিবের সেবায় হাসিনা, পুড়িয়ে মারেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, মার্চ ২৭, ২০১৫
গরিবের সেবায় হাসিনা, পুড়িয়ে মারেন খালেদা নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদা গরিবের সেবা করে গেলেও খালেদা জিয়া তাদের পুড়িয়ে মারছেন বলে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভাটির আয়োজন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট।

শাজাহান খান বলেন, বিএনপির কাছে গণতন্ত্রের সংজ্ঞা হলো ‘ফর দ্য টেরোরিস্ট, অব দ্য টেরোরিস্ট অ্যান্ড বাই দ্য টেরোরিস্ট’। সন্ত্রাসই তাদের রাজনীতির মূল অস্ত্র। আর খালেদা জিয়া হলেন মানুষ মারা নেত্রী। আর বিএনপি-জামায়াত যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তা হলো ‘পেট্রোল বোমা গণতন্ত্র’।

গণআন্দোলন গড়ে তুলে এসব সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করা হবে বলেও ঘোষণা দেন মন্ত্রী। সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিচার করতে সরকার  দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. সালাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ