ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী রেজাউল করিমের ইশতেহার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, এপ্রিল ১৮, ২০১৫
ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী রেজাউল করিমের ইশতেহার ঘোষণা

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্মিলিত নাগরিক কমিটি সমর্থিত মেয়র প্রার্থী ড. ক্যাপটেন (অব.) রেজাউল করিম চৌধুরী তার ইশতেহার ঘোষণা করেছেন।

ঢাকা দক্ষিণকে সিঙ্গাপুরের মত একটি সফল ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার, ঢাকা দক্ষিণকে ওয়াই-ফাই নগরী এবং নগরবাসীর জন্য চিকিৎসা বিমার প্রচলনসহ ১৩ দফা ইশতেহার ঘোষণা করেছেন তিনি।



শনিবার (১৮ এপ্রিল)  বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে বলা হয়, ঢাকা দক্ষিণকে ওয়াই-ফাই নগরী, গুরুত্বপূর্ণ জায়গায় সিসি (ক্লোজ সার্কিট) টিভি স্থাপন, পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা, ডিজিটাল নগর পরিকল্পনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়ন পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া নগরবাসীর জন্য চিকিৎসা বিমা চালু, মেট্রো সরকারের প্রচলন, উড়াল ফুটপাত, উড়াল রেলপথ ও অর্ডিনেটেড মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট প্ল্যান বাস্তবায়ন করা হবে।

ইশতেহারে আরও বলা হয়, বাড়ি ভাড়া আইন সংস্কার, পর্যাপ্ত পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, গ্যাস, বিদ্যুতসহ জ্বালানি দুর্ভোগ লাঘব করা হবে। প্রবীণদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা নদী দখলমুক্ত ও পুনরুদ্ধার করা হবে।

অবিভক্ত রাজধানী ও নগর পরিচালনা করতে একক মেয়র, একাধিক ডেপুটি মেয়র নিয়ে মেট্রো সরকার চালুর জন্য কাজ করা হবে।

সর্বোপরি ঢাকা দক্ষিণকে সিঙ্গাপুরের মত একটি সফল বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ইএস/আইএএ/এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।