ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘ইলিয়াসকে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, এপ্রিল ১৮, ২০১৫
‘ইলিয়াসকে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

শনিবার (১৮ এপ্রিল) বেলা আড়াইটায় স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।



জামান বলেন, বৃহত্তর সিলেটবাসীর আন্দোলন যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিলো, এমন সময়ে সিলেট বিভাগকে নেতৃশূন্য করতে পরিকল্পিতভাবে ইলিয়াস আলীকে গুম করা হয়।

মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবকদল নেতা শাহিদুল ইসলাম কাদির, ইলিয়াস মুক্তি ছাত্রসংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুম, স্বেচ্ছাসেবকদল নেতা আলতাফ হোসেন বিলাল, নাজিম উদ্দিন, আব্দুল হান্নান, রায়হাদ বকস রাক্কু, খালেদুল রশীদ ঝলক, দেওয়ান নিজাম খান, মুহিবুর রহমান লিটন, আব্দুল্লাহ আল মামুন, ফরিদ আহমদ, ছাত্রদল নেতা মিছবাউল আম্বিয়া, সাইফুল আলম কোরেশী, আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, ভূলন কান্তি তালুকদার, দেলোয়ার হোসেন,  জুবের আহমদ, শেখ জাকির হোসেন, সুজন খান, ইমদাদুল হক খান, মুমিনুর রহমান জনি, তৌহিদুল ইসলাম আবু, আব্দুস সত্তার, সুমন আহমদ প্রমুখ।

এর আগে স্বেচ্চাসেবকদল ও ছাত্রদল নেতাকর্মীরা মিরাবাজার থেকে মিছিল শুরু করে শিবগঞ্জে সমাবেশের মধ্যদিয়ে শেষ করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।