ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খালেদার সঙ্গে অলির বৈঠক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, এপ্রিল ১৮, ২০১৫
খালেদার সঙ্গে অলির বৈঠক খালেদা জিয়া ও কর্নেল (অব.) অলি আহমদ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার (১৮ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে বিএনপি প্রধানের গুলশানের বাসভবনে গিয়ে এ বৈঠকে বসেন তিনি।



সূত্র জানিয়েছে, আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন, এতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থীদের অংশগ্রহণ ও তাদের বিজয়ী করার বিভিন্ন বিষয়ে আলাপ করছেন খালেদা জিয়া ও অলি আহমদ।

রাত সাড়ে ১০টার দিকে বৈঠকে শেষ বিএনপি প্রধানের বাসভবন থেকে বের হয়ে যান তিনি।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে অলি আহমদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫ আপডেট সময়: ২৩০২ ঘণ্টা.
এমএম/এইচএ/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।