ঢাকা: নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে বারবার নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি দাবি জানানোর পরও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
আফরোজা আব্বাস দাবি করেন, রোববার (১৯ এপ্রিল) রাতে চকবাজার থানা বিএনপি নেতা ভ্লাদিমির ইলিচ লেলিনকে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপহরণ করে। ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও তাকে এখনও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
অবিলম্বে লেলিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানোর পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টিরও আহ্বান জানান আফরোজা আব্বাস।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এইচএ/