ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আব্বাসের পক্ষে আদর্শ ঢাকা আন্দোলনের প্রচারণা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, এপ্রিল ২১, ২০১৫
আব্বাসের পক্ষে আদর্শ ঢাকা আন্দোলনের প্রচারণা

ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ‘‍আদর্শ ঢাকা আন্দোলন’ মনোনীত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগ করেছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ চালানো হয়।



দৈনিক বাংলা মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর হয়ে ফকিরাপুল পর্যন্ত ৯ নম্বর ওয়ার্ডের এ গণসংযোগে নেতৃত্ব দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।

এতে অংশ নেন বাংলাদেশ  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি এম আব্দুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কাদের গণি চৌধুরী, সাপ্তাহিক জয়যাত্রার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম মিণ্টু, এরফানুল হক নাহিদ, কবি রফিক লিটন, লায়ন মিয়া মো. আনোয়ার হোসেন, মঞ্জুর হোসেন ইসা, মোশারেফ হোসেন মিলন, হুমায়ুন কবির বেপারি, পীরজাদা সৈয়দ ওমর ফারুক, আবু ইউনুস লিটন, মিজানুর রহমান বাদশা, তারেক হোসেন প্রমুখ।

রাতে আদর্শ ঢাকা আন্দোলনের দফতরের প্রধান সমন্বয়কারী ‍জাহাঙ্গীর আলম প্রধানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।