সিরাজগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ও বুধবারের হরতালের সমর্থনে সিরাজগঞ্জের শাহজাদপুর ও বেলকুচি উপাজেলায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার আগে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ শেখের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম খান আলীম, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি গোলাম আযম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজনু খান, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন শামীম আজাদ, যুবদলের সভাপতি বনি আমিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, বেলকুচি পৌর সভার কাউন্সিলর আলম, মেম্বর বাবর আলী, নুর আলম, পৌর বিএনপির সভাপতি এন্তাজ আলী প্রাং প্রমুখ।
এর আগে সকালে শাহজাদপুর উপজেলার মনিরামপুর বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি মনিহার সিনেমা হল সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা সবুজুল ইসলাম সবুজ, বাচ্চু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসআর