ঢাকা: আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে তিন ব্যাটেলিয়ন সেনা মোতায়েন করছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২১ এপ্রিল) এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সশস্ত্র বাহিনী বিভাগে নির্দেশনা পাঠানো হয়েছে।
ইসির উপ-সচিব সামসুল আলম নির্দেশনাটি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে, সিটি নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আগামী ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
এক্ষেত্রে প্রতি সিটিতে এক ব্যটেলিয়ন করে সেনা সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনে সেনাবাহিনী স্টাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স রিটার্নিং অফিসারের চাহিদা মোতাবেক কাজ করবে।
সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক কাজ পরিচালনার জন্য দায়িত্ব পালন করবেন।
আগামী ২৮ এপ্রিল ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
ইইউডি/আইএ
** সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত