ঢাকা: ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব অনেক। আশা করি সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের ৮৯তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রবার্ট গিবসন।
এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স বার্নিকাটসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
এর আগে মঙ্গলবার দুপুরে ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে, সিটি করপোরেশন নির্বাচনের প্রচারকালে সংগঠিত সহিংস বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার।
সংবাদ বিজ্ঞপ্তিতে, সহিংসতা এবং ভয়ভীতিমুক্ত নির্বাচনী প্রচারণার পরিবেশ নিশ্চিত করতে সব রাজনৈতিক দল, আইন-শৃঙ্খলাবাহিনী এবং নির্বাচন কর্তৃপক্ষকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আগামী ২৮ এপ্রিল ভোটাররা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন রবার্ট গিবসন।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
কেজেড/এমজেএফ/