ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ৪দিনের জন্য সেনাবাহিনী মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে।
মঙ্গলবার(২১ এপ্রিল’২০১৫) নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৯ এপ্রিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দা সংস্থার সঙ্গে বসেছিলাম। সেখানে সেনাবাহিনীর প্রতিনিধিও ছিলেন। তাদের কাজ থেকে জানতে পেরেছি নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো। পরিবেশ নিয়ে কোনো সমস্যা নেই। তারপরও নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করার জন্য জনমনে যেন কোনো ভীতি না থাকে এবং ভোটাররা যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য আমরা সেনাবাহিনীকে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি।
শাহ নেওয়াজ বলেন, ‘আগামী ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনীকে নির্বাচনে ব্যবহারের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এজন্য এখন প্রয়োজনীয় যা কিছু করার দরকার তা করবো। ’
ভোটকেন্দ্রের বাইরে থাকবে সেনাবাহিনী
তিনি বলেন, সেনাবাহিনী রিজার্ভ এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। রিটার্নিং কর্মকর্তা যখন যেভাবে চাইবে, তারা সেভাবেই সাড়া দেবে। এছাড়া স্বাভাবিকভাবে যতটুকু দরকার সেনাবাহিনী ততটুকু চলাচল করবে। তবে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে। যাতে যে কোনো প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেনাবাহিনীকে ব্যবহার করা যায়। তবে নির্বাচনে সেনাবাহিনী আগেও কখনো ভোটকেন্দ্রের ভেতরে ছিলোনা, এবারও থাকবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী নামানোর বিষয়ে যতটুকু কমিউনিকেশন করার দরকার ছিলো, তা হয়ে গেছে। আর কারো সাথে যোগাযোগ করার দরকার নেই।
৩ সিটিতেই সেনা মোতায়েন
শাহ নেওয়াজ বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে যা কিছু করার দরকার সে ব্যবস্থা করা হয়েছে। এজন্য ৩ সিটিতেই সেনা মোতায়েন করা হবে। তবে কোনো সিটিতে কত সংখ্যক সেনা সদস্য থাকবে সে সিদ্ধান্ত আলোচনা করে জানানো হবে।
সেনা মোতায়েন নিয়ে সোমবার বিকেলে হঠাৎ নির্বাচন কমিশনের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে ২জন নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনার সেনা মোতায়েনের পক্ষে অবস্থান নিলেও ৩ কমিশনার এর বিপক্ষে ছিলেন। অবশেষে মঙ্গলবার কয়েক দফা আলোচনার পর পুরো কমিশন সেনা মোতায়েনের বিষয়ে ঐক্যমতে পৌঁছান।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৫
ইইউডি/এনএস/
** তিন সিটিতে তিন ব্যাটেলিয়ন সেনা নামছে
** সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত