ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সন্ত্রাসী-মাস্তান চিনি না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, এপ্রিল ২১, ২০১৫
সন্ত্রাসী-মাস্তান চিনি না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচনী প্রচারণায় যখন যেখানে যাচ্ছি শত শত লোক আমার পাশে হাঁটছে। আমার চোখ থাকে সামনে।

কে আমার পাশে এসে ছবি তুলছে, কে সন্ত্রাসী, চাঁদাবাজ সেটা তো আগে থেকে কারো পক্ষে জানা সম্ভব না। তাছাড়া আমি তো সন্ত্রাসী মাস্তানদের চিনি না- বললেন আনিসুল হক।
 
কারওয়ানবাজারে সোমবারের (২০ এপ্রিল) খালেদার গাড়িবহরে হামলার সময়ে এক যুবকের ছবি ফেসবুকে দেখানো হচ্ছে, যিনি আনিসুল হকের নির্বাচনী প্রচারণায় ছিলেন বলে দাবি করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মিরপুর-নিকুঞ্জ এলাকায় পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
 
আনিসুল হক বলেন, আমি কোনো সন্ত্রাসী-মাস্তানকে প্রশ্রয় দেই না। তাই কেউ যদি কারো ছবি ফেসবুকে পোস্ট করে প্রচারণা চালায়, সেটা আমার প্রতি অন্যায় করা হবে। আমি বলবো খালেদা জিয়ার গাড়িবহরে হামলা  অবশ্যই নিন্দনীয়। যারা এমন ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।
 
আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মতো ঘটনা নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে। আমরা সব প্রার্থী অনেক কষ্ট করছি। সবাই নির্বাচনে আছি। সুন্দর পরিবেশ বজায় আছে। জনগণ যেন স্বচ্ছন্দে ভোট দিতে পারে তেমন পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সবার।
 
তিনি আরো বলেন,এটা কোনো দলীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচন। যেখানে দলমতের উর্ধ্বে উঠে নাগরিকদের কল্যাণে ‘নাগরিকবান্ধব’ একজন মেয়র নির্বাচন করতে হবে। জনগণ হিসেবে সেটা আপনাদের দায়িত্ব। আমি আপনাদের হয়ে কাজ করতে চাই। আপনাদের পাশে থাকার সুযোগ দিন। ইনশাল্লাহ ঢাকা উত্তরকে আমরা সবাই বদলে দেবো।
 
মঙ্গলবার সকাল দশটায় নগরীর কালাচাঁদপুর এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে দিনের প্রচারণা শুরু করেন আনিসুল হক। এরপর যান ১৭নং ওয়ার্ডের খিলক্ষেত, নিকুঞ্জ-২ এলাকার একটি পথসভায়।
 
নিকুঞ্জ-২ থেকে তিনি যান মিরপুরের পুরবী হল এলাকায়। সেখানে বৃহত্তর ফরিদপুর সমিতির সঙ্গে মতবিনিময় শেষে শেওড়াপাড়া হাজী আশ্রাফ আলী বিদ্যালয়ে একটি পথসভায় অংশ নেন। এরপর সেখানে গণসংযোগ শেষে মিরপুরের ৪নং ওয়ার্ডে প্রজন্ম চত্বর এলাকায় পথসভা করেন ও দক্ষিণ পীরেরবাগ এলাকায় জনসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করেন।

মঙ্গলবার ছিলো নির্বাচনী প্রচারণার ১৫তম দিন।
 
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।